আচ্ছা কেমন হয় যদি, একটা ওয়েব এপ্লিকেশন এ আপনার সাধারণ জ্ঞান নিয়ে একটা গাণিতিক গেইম খেলতে পারেন? সবার দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে সবার জন্যই এটা ভালো হবে। আচ্ছা এখন জানতে ইচ্ছা হতে পারে কেন এটা আপনার ভালো লাগবে? তাহলে বাকি লেখাটুকুও পড়ে দেখেন কেন এটা আপনার ভালো লাগবে!
এখানে আপনি পাবেন:
১.সুন্দর একটি ইউজার ইন্টারফেস।
২.রেস্পন্সিভ ডিজাইন।
৩.যোগফল, গুনফল প্রশ্ন
৪.সময় অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম যেখানে আপনি সময় পাবেন মাত্র ৩ সেকেন্ড! (এতে করে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার মেধা কত দ্রতু কাজ করে। )
৫.তিনটি প্রশ্নের উত্তর ভুল হলে আবার গেইম শুরু থেকে খেলতে হবে।
৬.এছাড়া কোনো ভুল না করলে আপনি আনলিমিটেড গেইমটি খেলে যেতে পারবেন।
৭.সবশেষে, আপনি দেখতে পারবেন আপনার প্রাপ্ত ফলাফল।
Reviews
There are no reviews yet.